শিরোনাম:
চুয়াডাঙ্গায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযান
১২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৯:০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসআই, চুয়াডাঙ্গা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণে সেনাবাহিনী দর্শনার আকন্দবাড়ীয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে আকন্দবাড়ীয়া গ্রামের গাঙপাড়া এলাকায় এনামুল হকের বাড়ির কাছ থেকে ১২০ বোতল এবং আশপাশ থেকে আরও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় এনামুল হকের স্ত্রী আনোয়ারা বেগম ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের কাগমারী এলাকার ১৫ বছরের কিশোর জুয়েল আহমেদকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা শাখার মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
ট্যাগ :