ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা আকাশের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলায় আসামি ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশের (২৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার চুয়াডাঙ্গা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। আকাশকে গতকাল মঙ্গলবার থানা হেফাজতে নিয়ে রিমান্ড কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে শহরের শান্তিপাড়া এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা ইমদাদুল হক আকাশকে গ্রেপ্তার করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। আকাশকে রিমান্ডে নিতে পুলিশ ৭ দিনের আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব আলী জানান, মঙ্গলবার থেকে আকাশের রিমান্ড কার্যক্রম শুরু হয়েছে এবং তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা আকাশের দুই দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড টাইম : ০৯:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলায় আসামি ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশের (২৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার চুয়াডাঙ্গা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। আকাশকে গতকাল মঙ্গলবার থানা হেফাজতে নিয়ে রিমান্ড কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে শহরের শান্তিপাড়া এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা ইমদাদুল হক আকাশকে গ্রেপ্তার করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। আকাশকে রিমান্ডে নিতে পুলিশ ৭ দিনের আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব আলী জানান, মঙ্গলবার থেকে আকাশের রিমান্ড কার্যক্রম শুরু হয়েছে এবং তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।