মহেশপুর ও জীবননগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা
বিজিবির অভিযানে ৩১ নারী-পুরুষ আটক- আপলোড টাইম : ১০:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। গত রোববার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৯ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।
গতকাল সোমবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ৩১ জনকে জড়ো করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করে এবং পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে তারা জানান। একই সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটকের পর যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত মোট ২৫৫ জন সদস্যকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় আটক করা হলো।