চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
মাদকসহ আটক দুজনের জেল—জরিমানা
- আপলোড টাইম : ০৩:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৪৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে গাঁজা ও ভারতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। সাজাপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার গোপিনাথপুর নতুনপাড়া গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে নাজির আলী (৩৮) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুন পাড়ার মৃত বোরহান মুন্সীর ছেলে মিলন (৪২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান সঙ্গীয় স্টাফদের সাথে নিয়ে গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এসময় নাজির আলীর বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। একই অভিযানিক টিম সন্ধ্যা ৭টার দিকে মিলনকে কেদারগঞ্জ এলাকা থেকে আটক করে। মিলনের দেহ তল্লাশি চালিয়ে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজির আলীকে ৩ মাসের এবং মিলনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ উভয়কে ৫০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।