শিরোনাম:
আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
- আপলোড টাইম : ০৩:২২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে আকাশ (২১) নামের এক যুবকের তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পৌর শহরের হাউসপুর এলাকায় গাঁজা সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। ঘটনার বিষয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আকাশ উপজেলার বাড়াদী ইউনিয়নের গোপালনগর গ্রামের হারুনের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এবং আটককৃতকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।’
ট্যাগ :