ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

মেহেরপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আওয়ামী নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৩:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৪৯ বার পড়া হয়েছে

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন—বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের সশস্ত্র হামলায় জামায়াত—শিবিরের ৬ নেতা—কর্মী নিহত হন। এ ঘটনায় একদলীয় শাসনের ষড়যন্ত্রের চিত্র ফুটে ওঠে। ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল সোমবার বেলা তিনটায় মেহেরপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহবুবুল আলম।
এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান। তিনি বলেন, ‘এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে আমাদের একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সাবেক আমির আলহাজ্ব ছমির উদ্দিন। তিনি বলেন, ‘আমি নিজে সন্তান হারিয়েছি এবং ৬ প্রিয় নেতাকে হারিয়েছি। তবে আমি কখনো বিচলিত হইনি, আল্লাহর উপরে আস্থা রেখেছি। যারা অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক জারজিস হুসাইন, জেলা রাজনীতি সম্পাদক রুহুল আমিন, তারবিয়্যাত সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শূরা সদস্য ডা. আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে নিহত আব্বাসের মেজভাই আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।
এছাড়া মেহেরপুর কানন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে হামদে বারি তায়ালা, শহীদী সংগীত এবং থিমসন পরিবেশন করা হয়। অন্যদিকে, পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক উদ্যানে ২০০৬ সালের ঘটনার স্থির ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আওয়ামী নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

আপলোড টাইম : ০৩:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন—বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের সশস্ত্র হামলায় জামায়াত—শিবিরের ৬ নেতা—কর্মী নিহত হন। এ ঘটনায় একদলীয় শাসনের ষড়যন্ত্রের চিত্র ফুটে ওঠে। ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল সোমবার বেলা তিনটায় মেহেরপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহবুবুল আলম।
এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান। তিনি বলেন, ‘এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে আমাদের একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সাবেক আমির আলহাজ্ব ছমির উদ্দিন। তিনি বলেন, ‘আমি নিজে সন্তান হারিয়েছি এবং ৬ প্রিয় নেতাকে হারিয়েছি। তবে আমি কখনো বিচলিত হইনি, আল্লাহর উপরে আস্থা রেখেছি। যারা অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক জারজিস হুসাইন, জেলা রাজনীতি সম্পাদক রুহুল আমিন, তারবিয়্যাত সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শূরা সদস্য ডা. আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে নিহত আব্বাসের মেজভাই আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।
এছাড়া মেহেরপুর কানন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে হামদে বারি তায়ালা, শহীদী সংগীত এবং থিমসন পরিবেশন করা হয়। অন্যদিকে, পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক উদ্যানে ২০০৬ সালের ঘটনার স্থির ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।