জীবননগরে ১৫৯ শিক্ষার্থী পেল বাইসাইকেল
- আপলোড টাইম : ০৩:০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৭ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৩১টি বিদ্যালয়, মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুলের ১৫৯ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বিনা মূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় জীবননগরের বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ১৫৯ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল—আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসের মোড়ল, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুণ্ডু।
এর আগে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জীবননগরে আসলে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচন সভা ও বাইসাইকেল বিবরণ শেষে জেলা প্রশাসক জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।