বেগমপুর ইউনিয়ন কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা
ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করার আহ্বান
- আপলোড টাইম : ০২:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৫৮ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় দর্শনা থানাধীন বেগমপুর—যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বৈরাচারী আ.লীগ সরকারের দোসরদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশ লুটেপুটে খেয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে বিশ্ব রেকর্ড করেছে। ছাত্র—জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে যেন ভুলুণ্ঠিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা স্বৈরাচার সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবে, তাদেরকে এই বাংলার মাটিতে নিশ্চিহ্ন করা হবে। চুয়াডাঙ্গার মাটিতে স্বৈরাচার সরকারের কোনো ব্যক্তি যদি মিটিং—মিছিল করার চেষ্টা করে, তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। কাজের মাধ্যমে নিজেদের নেতৃত্বকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। একইসাথে জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমাদের সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে ভালোবেসে সুসংগঠিত থাকতে হবে।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সদস্যসচিব ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দর্ার সোনা, তারিকুল ইসলাম বিলু, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, দর্শনা থানা শাখা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ডাক্তার শফিউদ্দিন, কৃষক দল নেতা ওসমান গণি এবং দর্শনা পৌর কৃষক দলের আহ্বায়ক সোহরাব উদ্দিন ফারুখ।
দর্শনা কৃষক দলের সদস্যসচিব আবু তিলুয়ার রহমানের উপস্থাপনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আব্দুল হাকিম, ডালিম, জামাত আলী, বেগমপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে উপস্থিতদের মতামতের ভিত্তিতে আব্দুল মুন্নাফকে সভাপতি, মাহফুজুর রহমান, জালাল উদ্দিন ও আতিয়ার রহমানকে সহসভাপতি, তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, আলামিন হোসেন ও জরিপ হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন আলমকে সাংগঠনিক সম্পাদক, আলফাজ উদ্দিনকে সহ—সাংগঠনিক সম্পাদক, ওয়ালিয়ার রহমানকে প্রচার সম্পাদক, মনির শাহাজান আলীকে কোষাধ্যক্ষ, ওহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং শহিদুল মীরকে সদস্য নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।