ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

গাংনীতে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০২:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে লাল স্কসটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় এবং হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হকের বাড়ির প্রধান ফটক থেকে এসব উদ্ধার করা হয়। জয়নাল হক চৌগাছা গ্রামের একজন বাসিন্দা। তিনি দীর্ঘদিন চৌগাছা বিশ্বাস পাড়ায় বসবাস করে আসছেন।
জয়নাল হক জানান, প্রতিদিনের ন্যায় সকালে দরজা খুলতেই সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ব্যাগের মধ্যে থেকে দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, দেড় মাস আগেও একই স্থানে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

আপলোড টাইম : ০২:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

মেহেরপুরের গাংনীতে লাল স্কসটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় এবং হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হকের বাড়ির প্রধান ফটক থেকে এসব উদ্ধার করা হয়। জয়নাল হক চৌগাছা গ্রামের একজন বাসিন্দা। তিনি দীর্ঘদিন চৌগাছা বিশ্বাস পাড়ায় বসবাস করে আসছেন।
জয়নাল হক জানান, প্রতিদিনের ন্যায় সকালে দরজা খুলতেই সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ব্যাগের মধ্যে থেকে দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, দেড় মাস আগেও একই স্থানে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।