ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়েত

স্বৈরাচার খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবি

আলমডাঙ্গা অফিস/ ভ্রাম্যমাণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৪৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ‘এসো ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র, শান্তির অধিকার প্রতিষ্ঠার জন্য’ স্লোগানে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা তার অপকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়েছে। তার অপকর্মের কারণেই কিন্তু ছাত্র—জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। এখন দেখবেন আওয়ামী লীগের দোসররা বলে আমরা কি এমন অপরাধ করেছি, যারা এই কথা বলেন,০ তাদের উদ্দেশ্যে বলি, আপনারা সাধারণ মানুষের মাঝে যান, তারা আপনাদের জবাব দিয়ে দেবে আপনারা কী করেছেন আর কী করেন নাই।’
তিনি আরও বলেন, ‘জনমানুষের নেতা শরীফুজ্জামান শরীফের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ সংগঠন বিগত দিনেও সক্রিয়ভাবে মাঠে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন দল কিন্তু এখনো ক্ষমতায় আসেনি। আমাদের দলকে ক্ষমতায় আনতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের ভেতর কোনো অনুপ্রবেশকারীর ঠাই হবে না। আমাদের কাছে মিছিলের পেছনে থাকা ব্যক্তিটির মূল্য অনেক। সুতরাং কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। মনে রাখবেন সকলে মিলে শরীফুজ্জামান শরীফের হাতকে শক্তিশালী করতে হবে, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খাঁন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আওয়ালুজ্জামান রাসেল, আবু জিহাদ, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন ইসলাম কনক ও যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান।
আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদেরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সাফায়েত, আলা মন্ডল, মতিয়ার রহমান মাখাল, আবু জার, সেলিম, হাসান কাজী, সুমন, সেলিম হোসেন, মুন্সি সাইফুল ইসলাম, শামীম রেজা, মোমিম, লতিফ, মনিরুজ্জামান, আজম, পৌর যুবদল নেতা আওয়াল কবির, মিলন মালিথা,আক্তারুজ্জামান লুলু,শরিফ, মিলি, উজ্জ্বল, মিলন, গোলাম মোস্তফা সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতা—কর্মীরা।
এর বাইরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া শান্ত, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক কামাল হোসেন, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, সম্পাদক পলাশ উদ্দীন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সম্পাদক লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আবু বক্কর সিদ্দীক, হারদি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক শফিকুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল রহমান রেজু, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেকুল ইসলাম, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুজ্জো মিল্টন, সম্পাদক আলাউদ্দিন, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক রাজাবুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি আশাদুজ্জামান বকুল, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস পাপন, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দীন, সম্পাদক শাহিনুজ্জামান,
উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসান রিঙ্কু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গোলাম, পৌর সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর হাসান লিমন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়েত

স্বৈরাচার খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবি

আপলোড টাইম : ০২:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ‘এসো ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র, শান্তির অধিকার প্রতিষ্ঠার জন্য’ স্লোগানে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা তার অপকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়েছে। তার অপকর্মের কারণেই কিন্তু ছাত্র—জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। এখন দেখবেন আওয়ামী লীগের দোসররা বলে আমরা কি এমন অপরাধ করেছি, যারা এই কথা বলেন,০ তাদের উদ্দেশ্যে বলি, আপনারা সাধারণ মানুষের মাঝে যান, তারা আপনাদের জবাব দিয়ে দেবে আপনারা কী করেছেন আর কী করেন নাই।’
তিনি আরও বলেন, ‘জনমানুষের নেতা শরীফুজ্জামান শরীফের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ সংগঠন বিগত দিনেও সক্রিয়ভাবে মাঠে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন দল কিন্তু এখনো ক্ষমতায় আসেনি। আমাদের দলকে ক্ষমতায় আনতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের ভেতর কোনো অনুপ্রবেশকারীর ঠাই হবে না। আমাদের কাছে মিছিলের পেছনে থাকা ব্যক্তিটির মূল্য অনেক। সুতরাং কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। মনে রাখবেন সকলে মিলে শরীফুজ্জামান শরীফের হাতকে শক্তিশালী করতে হবে, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খাঁন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আওয়ালুজ্জামান রাসেল, আবু জিহাদ, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন ইসলাম কনক ও যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান।
আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদেরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সাফায়েত, আলা মন্ডল, মতিয়ার রহমান মাখাল, আবু জার, সেলিম, হাসান কাজী, সুমন, সেলিম হোসেন, মুন্সি সাইফুল ইসলাম, শামীম রেজা, মোমিম, লতিফ, মনিরুজ্জামান, আজম, পৌর যুবদল নেতা আওয়াল কবির, মিলন মালিথা,আক্তারুজ্জামান লুলু,শরিফ, মিলি, উজ্জ্বল, মিলন, গোলাম মোস্তফা সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতা—কর্মীরা।
এর বাইরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া শান্ত, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক কামাল হোসেন, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, সম্পাদক পলাশ উদ্দীন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সম্পাদক লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আবু বক্কর সিদ্দীক, হারদি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক শফিকুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল রহমান রেজু, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেকুল ইসলাম, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুজ্জো মিল্টন, সম্পাদক আলাউদ্দিন, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক রাজাবুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি আশাদুজ্জামান বকুল, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস পাপন, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দীন, সম্পাদক শাহিনুজ্জামান,
উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসান রিঙ্কু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গোলাম, পৌর সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর হাসান লিমন প্রমুখ।