আলমডাঙ্গার ইউএনওর সাথে ডিপ্লোমা ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ
- আপলোড টাইম : ০২:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের সাথে উপজেলা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তারদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিডিএমএ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডা. শেখ ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিডিএমএ জেলা শাখার সভাপতি ডা. মনজুরুল ইসলাম বেলু, চুয়াডাঙ্গা জেলা শাখার বিডিএম পিপিএএর সভাপতি ডা. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ডা. সোহানুর রহমান। জেলা কমিটির দপ্তর সম্পাদক ডাক্তার সুফল কুমার সেনের উপস্থাপনার বক্তব্য দেন ডা. মহসিন আরা মায়া, সেলিম রেজা, নাজমুল হক, শাহরিয়ার আহমেদ প্রমুখ।