কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে যুবককে গণপিটুনি
মারা গেলেন আলমডাঙ্গার জাহাঙ্গীর
- আপলোড টাইম : ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে জাহাঙ্গীর (২৭) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জাহাঙ্গীর আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে ঢোকেন কয়েকজন যুবক। এসময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। এদের মধ্যে জাহাঙ্গীর নামে ওই যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, রাতেই স্থানীয় লোকজন আমাকে ফোন করে চোরকে গণপিটুনি দেওয়া হচ্ছে বলে জানায়। পরে শুনলাম গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টি দেখছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।