ইপেপার । আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা

ছাত্রলীগের ২২৫ নেতা-কর্মীর নামে মামলা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:২৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে মামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই মামলায় ২২৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রী রত্না খাতুন বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন।

মামলায় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার সউদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক আল-ইমরান, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হুসাইন মোহাম্মদ ফরহাদ, সাধারণ সম্পাদক মহাতাসিন বিল্লাহ জিসান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহোন, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, ঝিনাইদহ সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি নিলয়, সাধারণ সম্পাদক রিফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা অমিয় মজুমদার অপু, কেসি কলেজ ছাত্রলীগের নাহিদ হাসান সবুজ, কালীচরণপুর ইউনিয়নে ছাত্রলীগের মিজান, কৃষি ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা মুক্ত, শান্ত, সোহান, আরিয়ান ও পার্থসহ জেলার বিভিন্ন গ্রামের ২২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে শান্তিপূর্ণভাবে মিছিল বের করার সময় আসামিরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আহত হন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রত্না খাতুন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা নম্বর ৩৫।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা

ছাত্রলীগের ২২৫ নেতা-কর্মীর নামে মামলা

আপলোড টাইম : ০৯:২৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে মামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই মামলায় ২২৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রী রত্না খাতুন বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন।

মামলায় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার সউদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক আল-ইমরান, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হুসাইন মোহাম্মদ ফরহাদ, সাধারণ সম্পাদক মহাতাসিন বিল্লাহ জিসান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহোন, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, ঝিনাইদহ সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি নিলয়, সাধারণ সম্পাদক রিফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা অমিয় মজুমদার অপু, কেসি কলেজ ছাত্রলীগের নাহিদ হাসান সবুজ, কালীচরণপুর ইউনিয়নে ছাত্রলীগের মিজান, কৃষি ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা মুক্ত, শান্ত, সোহান, আরিয়ান ও পার্থসহ জেলার বিভিন্ন গ্রামের ২২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে শান্তিপূর্ণভাবে মিছিল বের করার সময় আসামিরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আহত হন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রত্না খাতুন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা নম্বর ৩৫।