ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ফুটবল ফেডারেশনের সহসভাপতিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৪৯ বার পড়া হয়েছে

পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে সংগঠনটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে আবার শহীদ মিনার এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক রিহান আহম্মেদ রায়হান, মীর রাকিব, তানিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস সনি, কেয়া খাতুন ও আব্দুল্লাহ আল মামুন। বক্তারা নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অথচ তিনি ফ্যাসিবাদী শক্তির দোসর। নেতা-কর্মীরা প্রশ্ন তোলেন, তিনি কীভাবে এই পদে নির্বাচিত হলেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ফুটবল ফেডারেশনের সহসভাপতিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ

আপলোড টাইম : ০৯:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে সংগঠনটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে আবার শহীদ মিনার এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক রিহান আহম্মেদ রায়হান, মীর রাকিব, তানিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস সনি, কেয়া খাতুন ও আব্দুল্লাহ আল মামুন। বক্তারা নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অথচ তিনি ফ্যাসিবাদী শক্তির দোসর। নেতা-কর্মীরা প্রশ্ন তোলেন, তিনি কীভাবে এই পদে নির্বাচিত হলেন।