ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

কুড়ুলগাছিতে ঝড়ে ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

প্রতিবেদক, কুড়ুলগাছি:
  • আপলোড টাইম : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাঠে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝড়ে বিআর-১১ ধানখেতের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। ঝড়ে আধাপাকা ও থোড় ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, সম্প্রতি অতিবৃষ্টিতে অনেক নীচু জমির ধান ডুবে গেছে। তবে উঁচু জমিতে ধান ভালো হলেও গত শুক্রবার বিকেল থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। ধানের শিষে যে দানা রয়েছে, তা এখনো শক্ত হয়নি, এতে অনেক ধান চিটা হয়ে যাবে। এতে যা ফলন হওয়ার কথা ছিল তাও কমে যাবে। কুড়ুলগাছি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাস্টার বলেন, বৃষ্টি ও ঝড়ের কারণে ইতোমধ্যে চরম ক্ষতি হয়ে গেছে। এক একর জমিতে আগে প্রায় ৬০ থেকে ৬৫ মণ ধান পাওয়া যেত। তবে এখন সেখানে ৩০ থেকে ৩৫ মন ধানের বেশি পাওয়া সম্ভব নয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কুড়ুলগাছিতে ঝড়ে ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

আপলোড টাইম : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাঠে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝড়ে বিআর-১১ ধানখেতের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। ঝড়ে আধাপাকা ও থোড় ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, সম্প্রতি অতিবৃষ্টিতে অনেক নীচু জমির ধান ডুবে গেছে। তবে উঁচু জমিতে ধান ভালো হলেও গত শুক্রবার বিকেল থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। ধানের শিষে যে দানা রয়েছে, তা এখনো শক্ত হয়নি, এতে অনেক ধান চিটা হয়ে যাবে। এতে যা ফলন হওয়ার কথা ছিল তাও কমে যাবে। কুড়ুলগাছি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাস্টার বলেন, বৃষ্টি ও ঝড়ের কারণে ইতোমধ্যে চরম ক্ষতি হয়ে গেছে। এক একর জমিতে আগে প্রায় ৬০ থেকে ৬৫ মণ ধান পাওয়া যেত। তবে এখন সেখানে ৩০ থেকে ৩৫ মন ধানের বেশি পাওয়া সম্ভব নয়।