মেহেরপুর সদর উপজেলা বিসিডিএসের আহ্বায়ক কমিটি গঠন
- আপলোড টাইম : ০৯:১৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
মেহেরপুর সদর উপজেলা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার (বিসিডিএস) ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই কমিটি গঠন করা হয়। এর আগে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সঞ্চালনা করেন।
সদর উপজেলা বিসিডিএসের কমিটিতে আহ্বায়ক হিসেবে ইলিয়াস হোসেন, যুগ্ম আহ্বায়ক বাবর আলী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বাবলু, শামীম হাসানসহ মাহফুজুর রহমানের নাম ঘোষণা করেন মেহেরপুর জেলা বিসিডিএসের আহ্বায়ক রিনু। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিসিডিএসের কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, কাজী খয়রুদ্দিন, সাইফুল ইসলাম, ইমন বিশ্বাস, বেনজির আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক মতিউর রহমান প্রমুখ।