ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে সুশৃঙ্খল সমাজ গড়ার অঙ্গীকার

বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৪০ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত নানা কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীরা দিনটি উদ্যাপন করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার মতো কার্যক্রমের মাধ্যমে যুবদলের নেতা-কর্মীরা জনগণের সেবা ও দলীয় ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান।
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী শোভাযাত্রা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। এরপর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে শহরের কলেজ রোড, কোর্ট মোড়, বড়বাজার চৌরাস্তার মোড়, পৌরসভা মোড় ও কবরি রোড প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। হাজারো নেতা-কর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি জনসমুদ্রে রূপ নেয়।


দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকারের চাপ ও নির্যাতনের মধ্যেও বিএনপি ও যুবদল মানুষের পাশে ছিল এবং থাকবে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সেই দায়বদ্ধতা পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা জনগণের সেবায় নিবেদিতপ্রাণ থাকব।’
তিনি আরও বলেন, ‘আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অসংখ্য মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া রক্তদান কর্মসূচি আয়োজনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, আমরা শুধু মুখের কথায় নয়, বরং কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই। দলের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করছেন, যা মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমরা শুধু আজকেই রক্তদান করছি না, বরং ভবিষ্যতেও যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়াতে যুবদলের প্রতিটি ইউনিট প্রস্তুত রয়েছে। রক্তের প্রয়োজন হলে আমরা নিজেদের রক্ত দিতেও প্রস্তুত। বিএনপি চায় একটি সেবামূলক রাষ্ট্র, যেখানে সকল শ্রেণির মানুষ সমান সেবা পাবে। জননেতা তারেক রহমান আমাদেরকে এই আদর্শে দীক্ষা দিয়েছেন, তার নেতৃত্বেই আমরা দেশের উন্নয়ন এবং মানুষের সেবা করতে বদ্ধপরিকর।’
তিনি পতিত স্বৈরাচার সরকারের সমালোচনা করে বলেন, ‘তারা আমাদের দলের কার্যক্রমে বিভিন্নভাবে বাধা দিয়েছে। তবে আমরা সাহসিকতার সাথে সকল বাধা অতিক্রম করে জনগণের কল্যাণে কাজ করে চলেচি। জনগণের স্বার্থে আমাদের যেকোনো আত্মত্যাগে আমরা প্রস্তুত আছি।’

চুয়াডাঙ্গাকে একটি সুন্দর, অপরাধ ও দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যেই আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের স্বার্থে সৎ ও ন্যায়ের পথে কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবুও আমি জনগণের পাশে আছি এবং থাকব। আজকের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার, আমরা একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তুলব, যেখানে প্রতিটি নাগরিক শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবেন। দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করতে আমরা নিয়মিত জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যেকোনো অপরাধের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়তে প্রস্তুত আছি। যুব সমাজকে সাথে নিয়ে আমরা এই চেষ্টায় এগিয়ে যাব।’
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুর জামান তৌফিক, রাশেদুল ইসলাম রাশেদ, আনিছুর জামান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবলু, দপ্তর সম্পাদক মামুন উর-রশিদ টনিক, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন আরিফ, হুসাইন মোহাম্মদ আমির, জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, দেলোয়ার জাহান ঝণ্টু, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মোমিন, সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজু, সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখ, সহ-যোগাযোগ সম্পাদক মঞ্জু মন্ডল, সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আবু সাঈদ, শিল্পবিষয়ক সম্পাদক সালাউদ্দীন খান মাসুম, সহ-শিল্প বিষয়ক সম্পাদক মো. মিঠু, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সুমন, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব রিণ্টু মহলদার, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুল রহমান হ্যাপি, হাফিজুর রহমান, আমির হোসেন মেম্বার, হাসান মালিক, আব্দুল্লাহ আল মাহাবুব, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব আজিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, যুগ্ম আহ্বায়ক লালন সর্দ্দার, দামুড়হুদা উপজেলার আহ্বায়ক মাহবাবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাইফুর রহমান সেলিম, সোহেল রানা, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্যসচিব মিলন মোল্লা, যুগ্ম আহ্বায়ক সরোয়ার, আশাদুল্লাহ, শামিম রেজা, মনি, সিদ্দিক, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মির উজ্জল, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আবু জিহাদ, রাসেল, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, হাফিজুর রহমান প্রমুখ।

এদিকে, উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে দামুড়হুদা উপজেলা যুবদল। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন। র‌্যালি শেষে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ, সাইফুর রহমান সেলিম, সদস্য এজাজুল হক, আমিনুল ইসলাম রশিদ, মাহফুজুর রহমান জনি, মোমিন, কবির, আব্দুল কাদের, মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবজালুর রহমান সবুজ এবং সদস্যসচিব এম ডি কে সুলতান।

অপর দিকে, দীর্ঘ ১৬ বছর পর উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে দর্শনা পৌর যুবদল। গতকাল সকাল সাড়ে ১০টায় দর্শনা পৌর যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দোয়েল চত্বর থেকে শুরু হয়ে রেলবাজার, শাহিরিয়ার হোসেন ও মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, সমন্বয় কমিটির সদস্য শরীফ উদ্দীন, মশিউর রহমান, নাসির উদ্দীন খেদু, মাহবুবুল রহমান খোকন, লুৎফর রহমান, রেজাউল ইসলাম, মমিনুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন ও রকিবুল হোসেন ব্রাইট।
আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব রাশেদ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা যুবদলের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক জাহান আলী।
এছাড়া, বিকেল সাড়ে ৪টায় দর্শনা যুবদলের সমন্বয় কমিটির সদস্য খন্দকার শওকত আলী, এনামূল হক শাহা মুকুল ও ইকবাল হোসেনের নেতৃত্বে দর্শনা রেল ইয়ার্ড থেকে পৃথক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দর্শনা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন দর্শনা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল হক টুটুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী খন্দকার শওকত আলী। এছাড়া বক্তব্য দেন সমন্বয় কমিটির সদস্য এনামুল হক শাহা মুকুল, ইকবাল হোসেন, হাবিবুল্লা, ছাত্রদলের সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন এবং যুগ্ম আহ্বায়ক রাসেল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে দর্শনা পুরাতন বাজারে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অন্যদিকে, নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে জীবননগর উপজেলা যুবদল। গতকাল সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া ও রক্তদান কর্মসূচি পালিত হয়। এছাড়া বিকেলে জীবননগর মুক্তমঞ্চে উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ান হোসেন খাঁন খোকন। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন, মাহাতাব হোসেন চুন্নু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু, শাহজান আলী, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি রাজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসের শামিম প্রমুখ।
এদিকে, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালিটি বের হয়। এতে অংশ নেন মেহেরপুর জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, মেহেরপুর পৌর যুবদলসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতা-কর্মীরা। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে শামসুজ্জোহা পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জেলা যুবদলেন সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে মেহেরপুরের মাটিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোকে সক্রিয়ভাবে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি স্বৈরাচারী হাসিনা সরকার। আজ সময় এসেছে এই শামসুজ্জোহা পার্ক কানায় কানায় পূর্ণ করার।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী ফজলু খান, জেলা যুবদলের সহসভাপতি মোশারফ হোসেন তপু, বাবু সাবের, এস এ খান শিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, দপ্তর সম্পাদক খোরশেদ আলম দুখু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব বিপ্লব, প্রফেসর রায়হান, সাইদুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক সামিউল ইসলাম লিজন, সদস্যসচিব নওশেদ আহমেদ রনি, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান ও সদস্য সচিব আনারুল ইসলাম। জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশটির সমাপ্ত করেন।

এছাড়া, মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়াজেনের মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে দিবসটি উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভোযাত্রায় শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে- আব্দুল আউয়াল, মনিরুজ্জামান গাড্ডু ও আলফাজ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, সাধারণ সম্পাদক মকবুল হােেসন মেঘলা, জেলা যুবদলের সহসভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক গালোম কাউছার, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ হােেসন, গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক প্রমুখ।

অন্যদিকে, স্বেচ্ছায় রক্তদান, এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের মধ্যদিয়ে ঝিনাইদহে দিনব্যাপী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার ৬ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দুপুরে ঝিনাইদহ জেলা যুবদলের পক্ষ থেকে উজির আলী হাইস্কুল মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নেতা-কর্মী স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। একই দিন দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাজুরা মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বিকেলে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস ও আশরাফুল ইসলাম পিন্টু। সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, ‘দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাবে।’
এছাড়া, যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সহ সভাপতি আনিচুর রহমান, দালতাফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আজিজুল ইসলাম, হারুন অর রসিদ, আব্দুল মমিন, নজরুল ইসলাম নজির, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম নাসির, হাবিবুর রহমান হাবিব। কর্মসূচিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপনসহ অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। সমগ্র কর্মসূচির সঞ্চালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের সদস্যসচিব হেকমত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে সুশৃঙ্খল সমাজ গড়ার অঙ্গীকার

বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন

আপলোড টাইম : ০৮:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত নানা কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীরা দিনটি উদ্যাপন করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার মতো কার্যক্রমের মাধ্যমে যুবদলের নেতা-কর্মীরা জনগণের সেবা ও দলীয় ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান।
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী শোভাযাত্রা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। এরপর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে শহরের কলেজ রোড, কোর্ট মোড়, বড়বাজার চৌরাস্তার মোড়, পৌরসভা মোড় ও কবরি রোড প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। হাজারো নেতা-কর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি জনসমুদ্রে রূপ নেয়।


দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকারের চাপ ও নির্যাতনের মধ্যেও বিএনপি ও যুবদল মানুষের পাশে ছিল এবং থাকবে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সেই দায়বদ্ধতা পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা জনগণের সেবায় নিবেদিতপ্রাণ থাকব।’
তিনি আরও বলেন, ‘আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অসংখ্য মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া রক্তদান কর্মসূচি আয়োজনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, আমরা শুধু মুখের কথায় নয়, বরং কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই। দলের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করছেন, যা মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমরা শুধু আজকেই রক্তদান করছি না, বরং ভবিষ্যতেও যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়াতে যুবদলের প্রতিটি ইউনিট প্রস্তুত রয়েছে। রক্তের প্রয়োজন হলে আমরা নিজেদের রক্ত দিতেও প্রস্তুত। বিএনপি চায় একটি সেবামূলক রাষ্ট্র, যেখানে সকল শ্রেণির মানুষ সমান সেবা পাবে। জননেতা তারেক রহমান আমাদেরকে এই আদর্শে দীক্ষা দিয়েছেন, তার নেতৃত্বেই আমরা দেশের উন্নয়ন এবং মানুষের সেবা করতে বদ্ধপরিকর।’
তিনি পতিত স্বৈরাচার সরকারের সমালোচনা করে বলেন, ‘তারা আমাদের দলের কার্যক্রমে বিভিন্নভাবে বাধা দিয়েছে। তবে আমরা সাহসিকতার সাথে সকল বাধা অতিক্রম করে জনগণের কল্যাণে কাজ করে চলেচি। জনগণের স্বার্থে আমাদের যেকোনো আত্মত্যাগে আমরা প্রস্তুত আছি।’

চুয়াডাঙ্গাকে একটি সুন্দর, অপরাধ ও দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যেই আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের স্বার্থে সৎ ও ন্যায়ের পথে কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবুও আমি জনগণের পাশে আছি এবং থাকব। আজকের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার, আমরা একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তুলব, যেখানে প্রতিটি নাগরিক শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবেন। দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করতে আমরা নিয়মিত জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যেকোনো অপরাধের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়তে প্রস্তুত আছি। যুব সমাজকে সাথে নিয়ে আমরা এই চেষ্টায় এগিয়ে যাব।’
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুর জামান তৌফিক, রাশেদুল ইসলাম রাশেদ, আনিছুর জামান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবলু, দপ্তর সম্পাদক মামুন উর-রশিদ টনিক, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন আরিফ, হুসাইন মোহাম্মদ আমির, জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, দেলোয়ার জাহান ঝণ্টু, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মোমিন, সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজু, সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখ, সহ-যোগাযোগ সম্পাদক মঞ্জু মন্ডল, সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আবু সাঈদ, শিল্পবিষয়ক সম্পাদক সালাউদ্দীন খান মাসুম, সহ-শিল্প বিষয়ক সম্পাদক মো. মিঠু, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সুমন, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব রিণ্টু মহলদার, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুল রহমান হ্যাপি, হাফিজুর রহমান, আমির হোসেন মেম্বার, হাসান মালিক, আব্দুল্লাহ আল মাহাবুব, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব আজিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, যুগ্ম আহ্বায়ক লালন সর্দ্দার, দামুড়হুদা উপজেলার আহ্বায়ক মাহবাবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাইফুর রহমান সেলিম, সোহেল রানা, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্যসচিব মিলন মোল্লা, যুগ্ম আহ্বায়ক সরোয়ার, আশাদুল্লাহ, শামিম রেজা, মনি, সিদ্দিক, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মির উজ্জল, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আবু জিহাদ, রাসেল, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, হাফিজুর রহমান প্রমুখ।

এদিকে, উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে দামুড়হুদা উপজেলা যুবদল। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন। র‌্যালি শেষে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ, সাইফুর রহমান সেলিম, সদস্য এজাজুল হক, আমিনুল ইসলাম রশিদ, মাহফুজুর রহমান জনি, মোমিন, কবির, আব্দুল কাদের, মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবজালুর রহমান সবুজ এবং সদস্যসচিব এম ডি কে সুলতান।

অপর দিকে, দীর্ঘ ১৬ বছর পর উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে দর্শনা পৌর যুবদল। গতকাল সকাল সাড়ে ১০টায় দর্শনা পৌর যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দোয়েল চত্বর থেকে শুরু হয়ে রেলবাজার, শাহিরিয়ার হোসেন ও মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, সমন্বয় কমিটির সদস্য শরীফ উদ্দীন, মশিউর রহমান, নাসির উদ্দীন খেদু, মাহবুবুল রহমান খোকন, লুৎফর রহমান, রেজাউল ইসলাম, মমিনুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন ও রকিবুল হোসেন ব্রাইট।
আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব রাশেদ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা যুবদলের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক জাহান আলী।
এছাড়া, বিকেল সাড়ে ৪টায় দর্শনা যুবদলের সমন্বয় কমিটির সদস্য খন্দকার শওকত আলী, এনামূল হক শাহা মুকুল ও ইকবাল হোসেনের নেতৃত্বে দর্শনা রেল ইয়ার্ড থেকে পৃথক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দর্শনা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন দর্শনা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল হক টুটুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী খন্দকার শওকত আলী। এছাড়া বক্তব্য দেন সমন্বয় কমিটির সদস্য এনামুল হক শাহা মুকুল, ইকবাল হোসেন, হাবিবুল্লা, ছাত্রদলের সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন এবং যুগ্ম আহ্বায়ক রাসেল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে দর্শনা পুরাতন বাজারে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অন্যদিকে, নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে জীবননগর উপজেলা যুবদল। গতকাল সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া ও রক্তদান কর্মসূচি পালিত হয়। এছাড়া বিকেলে জীবননগর মুক্তমঞ্চে উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ান হোসেন খাঁন খোকন। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন, মাহাতাব হোসেন চুন্নু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু, শাহজান আলী, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি রাজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসের শামিম প্রমুখ।
এদিকে, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালিটি বের হয়। এতে অংশ নেন মেহেরপুর জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, মেহেরপুর পৌর যুবদলসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতা-কর্মীরা। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে শামসুজ্জোহা পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জেলা যুবদলেন সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে মেহেরপুরের মাটিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোকে সক্রিয়ভাবে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি স্বৈরাচারী হাসিনা সরকার। আজ সময় এসেছে এই শামসুজ্জোহা পার্ক কানায় কানায় পূর্ণ করার।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী ফজলু খান, জেলা যুবদলের সহসভাপতি মোশারফ হোসেন তপু, বাবু সাবের, এস এ খান শিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, দপ্তর সম্পাদক খোরশেদ আলম দুখু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব বিপ্লব, প্রফেসর রায়হান, সাইদুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক সামিউল ইসলাম লিজন, সদস্যসচিব নওশেদ আহমেদ রনি, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান ও সদস্য সচিব আনারুল ইসলাম। জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশটির সমাপ্ত করেন।

এছাড়া, মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়াজেনের মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে দিবসটি উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভোযাত্রায় শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে- আব্দুল আউয়াল, মনিরুজ্জামান গাড্ডু ও আলফাজ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, সাধারণ সম্পাদক মকবুল হােেসন মেঘলা, জেলা যুবদলের সহসভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক গালোম কাউছার, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ হােেসন, গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক প্রমুখ।

অন্যদিকে, স্বেচ্ছায় রক্তদান, এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের মধ্যদিয়ে ঝিনাইদহে দিনব্যাপী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার ৬ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দুপুরে ঝিনাইদহ জেলা যুবদলের পক্ষ থেকে উজির আলী হাইস্কুল মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নেতা-কর্মী স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। একই দিন দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাজুরা মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বিকেলে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস ও আশরাফুল ইসলাম পিন্টু। সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, ‘দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাবে।’
এছাড়া, যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সহ সভাপতি আনিচুর রহমান, দালতাফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আজিজুল ইসলাম, হারুন অর রসিদ, আব্দুল মমিন, নজরুল ইসলাম নজির, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম নাসির, হাবিবুর রহমান হাবিব। কর্মসূচিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপনসহ অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। সমগ্র কর্মসূচির সঞ্চালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের সদস্যসচিব হেকমত।