চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
- আপলোড টাইম : ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজামাল নামের এক স্বেচ্ছাসেবক দলের কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নিয়েছে পরিবার। তিনি পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষসক সম্পাদক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজামাল বলেন, ‘বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ছাত্রদল ও ছাত্রলীগের কিছু কর্মী মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার একটি হাতের তিনটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, শাহজামাল নামের একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছেন। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।