দর্শনায় মধ্যরাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা
মসজিদের মাইকিং শুনে পালালো ডাকাত দল- আপলোড টাইম : ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
দর্শনার মোহাম্মদপুরে মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়েছিল। তবে মসজিদ থেকে মাইকিংয়ের কারণে তারা পালিয়ে যায়। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে এই ঘটনা ঘটে। এদিকে ডাকাতির খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা থানা-পুলিশ।
জানা গেছে, শুক্রবার ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারা দিন-রাত গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এলাকা নিস্তব্ধ হয়ে পড়ে। এই সুযোগে রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৬/৭ জনের একটি মুখোশধারী দল মোহাম্মদপুরের মসজিদপাড়ায় মৃত এলাহী মÐলের ছেলে আমিরুল ইসলাম ড্রাইভারের বাড়িতে প্রবেশ করে। তবে বাড়ির লোকজন ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে পাশের মসজিদের ইমাম মাইকিং করে এলাকাবাসীকে বের হয়ে আসতে বলেন। পরিস্থিতি বেগতিক বুঝে ডাকাতরা দ্রæত পালিয়ে যায়। আর ডাকাতির খবর পেয়ে দ্রæত এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাল। তবে পুলিশ ও স্থানীয়রা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেও ডাকাতদের সন্ধান পায়নি।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আমিরুলের বাড়িতে গিয়েছিলাম। আমিরুল জানিয়েছেন, ৫/৬ জন অস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করেছিল। তারা সাথে সাথেই চিৎকার করে মহল্লাবাসীকে জানালে মসজিদে মাইকিং করা হয়। ওসি বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়েছি, তবে এখনও তা জমা দেয়নি।’