জীবননগরে এক রাতেই উধাও ৩টি পাখিভ্যান
- আপলোড টাইম : ০৯:২৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৪২ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার শাখারিয়া গ্রাম থেকে এক রাতেই তিনটি ব্যাটারিচালিত পাখিভ্যান চুরি হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে। আয়ের একমাত্র উৎস ভ্যানগুলো চুরি হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো বিপাকে পড়েছে। এসব ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া মাঝপাড়ার মৃত আলম মোল্লার ছেলে হতদরিদ্র জিন্নাত আলী জানান, তিনি, তার বড় ভাই বানি মোল্লা ও ভাগ্নে পারভেজ মিলে তিনটি ব্যাটারিচালিত পাখিভ্যান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে চার্জে রেখেছিলেন। সেখানে আরও দুইটি ভ্যান রাখা ছিল। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখেন পাঁচটি ভ্যানের মধ্যে তিনটি ভ্যান নেই। চোরচক্র বাড়ির প্রধান ফটকের টিনের দরজা কেটে ভ্যানগুলো চুরি করে নিয়ে গেছে।
সীমান্ত ইউপির স্থানীয় ওয়ার্ড মেম্বার ডাবলু মিয়া জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে বৃষ্টি ও কাদার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি। ভুক্তভোগী পরিবারগুলো খুবই দরিদ্র। ভ্যানগুলোই তাদের আয়ের একমাত্র উৎস ছিল। ভ্যান হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত এবং চোর শনাক্তে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে।’