ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বাবা—দাদার হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৫৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় ২৫ বছর আগে বাবার ও দাদার নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এস.এ. হৃদয়। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে এস.এ. হৃদয় জানান, ১৯৯৯ সালের ১৬ জানুয়ারি চরমপন্থী দলের সদস্য আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের মুঞ্জুর আলী ও মধুপুর গ্রামের বাবলুর রহমানসহ ১০—১২ জন সন্ত্রাসী তার বাবা শফিউল আলম (৩৫) ও দাদা রহিম বক্স প্রামাণিককে (৬০) নির্মমভাবে হত্যা করে। তারা চাঁদার দাবিতে ব্যর্থ হলে প্রথমে গুলি এবং পরে রাম দা দিয়ে গলা কেটে হত্যা করে।
হৃদয় অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে তিনি আলমডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবার ও দাদার হত্যার বিচারের জন্য মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ঝিনাইদহকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা দায়েরের পর থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হুমকি দিচ্ছে এবং তার বাড়ির আশেপাশে সন্দেহজনক আনাগোনা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে তিনি নিজ জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে এস.এ. হৃদয় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের দীর্ঘ ২৫ বছর পর গত ২৪ অক্টোবর এস.এ হৃদয় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আমলি আদালতে মুঞ্জুর আলী ও বাবলুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০—১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

বাবা—দাদার হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০২:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ২৫ বছর আগে বাবার ও দাদার নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এস.এ. হৃদয়। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে এস.এ. হৃদয় জানান, ১৯৯৯ সালের ১৬ জানুয়ারি চরমপন্থী দলের সদস্য আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের মুঞ্জুর আলী ও মধুপুর গ্রামের বাবলুর রহমানসহ ১০—১২ জন সন্ত্রাসী তার বাবা শফিউল আলম (৩৫) ও দাদা রহিম বক্স প্রামাণিককে (৬০) নির্মমভাবে হত্যা করে। তারা চাঁদার দাবিতে ব্যর্থ হলে প্রথমে গুলি এবং পরে রাম দা দিয়ে গলা কেটে হত্যা করে।
হৃদয় অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে তিনি আলমডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবার ও দাদার হত্যার বিচারের জন্য মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ঝিনাইদহকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা দায়েরের পর থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হুমকি দিচ্ছে এবং তার বাড়ির আশেপাশে সন্দেহজনক আনাগোনা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে তিনি নিজ জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে এস.এ. হৃদয় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের দীর্ঘ ২৫ বছর পর গত ২৪ অক্টোবর এস.এ হৃদয় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আমলি আদালতে মুঞ্জুর আলী ও বাবলুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০—১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।