শিরোনাম:
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জীবননগর অফিস:
- আপলোড টাইম : ০১:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুনবী মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুরুনবী গোয়ালপাড়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গোয়াল ঘরের পিছনে টিউবওয়েলে গোসল করছিলেন নুরুনবী মোল্লা। এসময় বৈদ্যুতির মোটরের তার টিউবওয়েলে বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ট্যাগ :