আলমডাঙ্গায় সুষ্ঠু বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন
- আপলোড টাইম : ০১:৪৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
জমি সংক্রান্ত বিরোধের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন আলমডাঙ্গার হাড়গাড়ি গ্রামের ভাদু মালিতা। গতকাল শনিবার তিনি এ সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ভাদু মালিতা বলেন, গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিল আমার মালয়েশিয়া প্রবাসী ছেলে আক্তারুজ্জামান। গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এক সময়ের সিরাজ বাহিনীর সন্ত্রাসী নাসির উদ্দিন তার দলবল পথে জমি জায়গা নিয়ে অযুহাত দিয়ে দ্বন্দ্ব করেন। এরই জের ধরে মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মজনু, মৃত রাজ আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেনের নির্দেশে নাসির উদ্দিন তার দলবল জান্টু, আব্দুস সামাদকে সাথে নিয়ে আমার ছেলে আক্তারুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন। তারা পূর্বে আমার ছেলের কাছে চাঁদা দাবি করে না পেয়েই এ ঘটনা ঘটায়। পরে আমার ছোটভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, ‘এ মারধরের ঘটনায় ওই রাতেই ৫ জনকে আসামি করে মামলা করি। মামলা আদালতে চলমান রয়েছে। তারা আদালত থেকে জামিন নিয়ে এসে স্থানীয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মামলার ৩ আসামি নাসির হোসেন, জান্টু ও আব্দুস সামাদ আমাদের নানাভাবে ওপর চাপ প্রয়োগ করতে থাকে। রাস্তা ঘাটে দেখা হলেই তারা আমাদের প্রাণ নাশের হুমকি দেয়। আমি, আমার পরিবারসহ ভাই ভাতিজারা নিরাপত্তা হীনতায় ভুগছি। গত বৃহস্পতিবার সকালে আমি গ্রামের আশরাফুলের চায়ের দোকানে গেলে সন্ত্রাসী নাসির হোসেন সবার সামনে আমার গলা চেপে ধরে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়।’
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘শুধু আমি না গ্রামের অনেকেই তার সন্ত্রাসের শিকার। সন্ত্রাসী নাসির হোসেন আওয়ামী লীগের আমলে নানা অপকর্ম করে গত ৫ আগস্টের পর বিএনপির নেতা দাবি করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এক সময়ে সিরাজ বাহিনীর সন্ত্রাসী হওয়ায় আমাদের বিভিন্ন ভাবে অস্ত্রের ভয় দেখায়। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। আমি তার সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও আমাদের পরিবারের সকলের জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি।’