দর্শনা কেরুজ চিনিকলের টুটুল নামে—বেনামে গড়ছেন সম্পদের পাহাড়!
- আপলোড টাইম : ০১:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৬৪ বার পড়া হয়েছে
নিয়মিত বেতন এবং বিভিন্ন সুযোগ—সুবিধা থাকায় দেশের অন্যান্য চিনিকলের তুলনায় দর্শনা কেরুজ চিনিকলটি কর্মকর্তাদের নিকট খুবই প্রিয়। যার কারণে উৎপাদন বিভাগের কর্মকর্তা ছাত্রলীগ নেতা জাহিদুল হক টুটুল ঘুরে ফিরে ৮ বছর ধরে দর্শনা কেরুজ চিনিকলের একই চেয়ার ধরে রেখেছেন। কিছুদিনের জন্য মোবারকগঞ্জ চিনিকলে চাকরি করলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের মাধ্যমে ফের দর্শনা কেরুজ চিনিকলে ফেরেন।
অভিযোগ উঠেছে, তিনি চাকরির সুবাদে দুর্নীতি করে নিজ এলাকায় সম্পদের পাহাড় গড়েছেন। বিষয়টি খতিয়ে দেখাসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।
জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দলের প্রভাবশালীদের সুপারিশে প্রথমবার ২০১৩ সালে দর্শনা চিনিকলে বদলি হয়ে আসেন জাহিদুল হক টুটুল। সেই থেকে ২০১৯ সাল পর্যন্ত এখানেই ছিলেন। তবে কিছুদিনের জন্য মোবারকগঞ্জ চিনিকলে বদলি হয়ে গেলেও পুনরায় পছন্দের প্রতিষ্ঠান দর্শনা চিনিকলে ফিরে আসেন। সেই থেকে তিনি কেরুজ চিনিকলে রয়েছেন। একটি সূত্র জানিয়েছে, জাহিদুল হক টুটুল দুর্নীতি করে নিজ এলাকায় একাধিক আলিশান বাড়ি নির্মাণ করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরও তিনি কীভাবে বহাল তবিয়তে রয়েছেন সেটি নিয়েও প্রশ্ন উঠছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন জাহিদুল হক টুটুল। তিনি বলেন, ভালো কাজের জন্য আমাকে দর্শনা চিনিকলে রাখা হয়েছে।