ইপেপার । আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

জীবননগর থানার উদ্যোগে সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
তিনি বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ চাই। বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পুলিশের সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে জীবননগরকে অপরাধমুক্ত থানা হিসেবে গড়তে চাই।’
সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদলসহ স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

আপলোড টাইম : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগর থানার উদ্যোগে সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
তিনি বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ চাই। বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পুলিশের সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে জীবননগরকে অপরাধমুক্ত থানা হিসেবে গড়তে চাই।’
সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদলসহ স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।