মুজিবনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান
পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক- আপলোড টাইম : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি অত্যাধুনিক ম্যাগাজিন ও পিস্তলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আওয়ামী লীগ সমর্থক কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিণ্টু আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২)। সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, দারিয়াপুর গ্রামের আটক এনামুল হকের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি এলাকার কয়েকটি দোকানে চুরি করে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে, তাকে জরিমানাও করা হয়েছে।
মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, কয়েকজনের কাছে অস্ত্র রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে সেনাবাহিনীর একটি দল ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়ার এক ব্যক্তির বাড়ির পাশ থেকে ম্যাগাজিন ও একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়। পরে অস্ত্র ও ম্যাগাজিনসহ তিনজনকে মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী।