চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির এডহক কমিটি গঠন
- আপলোড টাইম : ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৪২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি আজাদ মালিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ডা. ফকির মোহাম্মদ, হাবিল হোসেন জোয়ার্দ্দার এবং এএইচএম কামাল তুহিন উপস্থিত ছিলেন। সভায় ২০২২-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলাকে আহবায়ক করে ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- ফজলুর রহমান, অ্যাড. সেলিম উদ্দিন খান, ডা. ফকির মোহাম্মদ, রেজাউল করিম মুকুট, আজাদ মালিতা ও মফিজুর রহমান মনা। নবগঠিত এডহক কমিটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।