ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৬৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারী তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা আজ থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মাঠ ইজতেমা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আলেম ও দায়ীদের বয়ানের মাধ্যমে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমার মূল পর্ব শুরু হবে। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবারসহ তিন দিনব্যাপী এই ইজতেমায় তাবলিগের মূল শিক্ষা, দাওয়াত ও তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। জেলার বিভন্ন উপজেলাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিদের জন্য নামাজ, ইবাদত ও কুরআন তিলাওয়াতের পাশাপাশি বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমায় অংশ নেয়া মুসল্লি আব্দুল কাদের বলেন, ‘ইজতেমায় আসা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ইসলামের বাণী ও দাওয়াত সম্পর্কে বিশদভাবে জানতে এবং আত্মশুদ্ধির জন্য আমরা ইজতেমায় অংশ নিয়েছি। এখানে আসতে পেরে আমি আল্লাহ তা’আয়ালর নিকট শুকরিয়া আদায় করছি।’
কুষ্টিয়া থেকে আগত মুসল্লি মোহাম্মদ হাসান বলেন, ‘ইজতেমার পরিবেশ অনেক সুন্দর এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য অত্যন্ত উপযোগী। বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আলেমদের বয়ান এবং দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু ববে। আশা করছি, এ শিক্ষা আমার জীবনকে আরও সুন্দর করে তুলবে।’
ইজতেমায় আগত মুসল্লিরা ধর্মীয় চেতনা ও আত্মশুদ্ধির জন্য একত্রিত হয়েছেন। ইজতেমা কমিটির সদস্যরা জানান, এই আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার গুরুত্বপূর্ণ বয়ান ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে হাজারো মুসল্লির অংশগ্রহণ আশা করা হচ্ছে। এবং শনিবার ইজতেমার সমাপনী দিনে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

আপলোড টাইম : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারী তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা আজ থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মাঠ ইজতেমা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আলেম ও দায়ীদের বয়ানের মাধ্যমে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমার মূল পর্ব শুরু হবে। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবারসহ তিন দিনব্যাপী এই ইজতেমায় তাবলিগের মূল শিক্ষা, দাওয়াত ও তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। জেলার বিভন্ন উপজেলাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিদের জন্য নামাজ, ইবাদত ও কুরআন তিলাওয়াতের পাশাপাশি বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমায় অংশ নেয়া মুসল্লি আব্দুল কাদের বলেন, ‘ইজতেমায় আসা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ইসলামের বাণী ও দাওয়াত সম্পর্কে বিশদভাবে জানতে এবং আত্মশুদ্ধির জন্য আমরা ইজতেমায় অংশ নিয়েছি। এখানে আসতে পেরে আমি আল্লাহ তা’আয়ালর নিকট শুকরিয়া আদায় করছি।’
কুষ্টিয়া থেকে আগত মুসল্লি মোহাম্মদ হাসান বলেন, ‘ইজতেমার পরিবেশ অনেক সুন্দর এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য অত্যন্ত উপযোগী। বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আলেমদের বয়ান এবং দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু ববে। আশা করছি, এ শিক্ষা আমার জীবনকে আরও সুন্দর করে তুলবে।’
ইজতেমায় আগত মুসল্লিরা ধর্মীয় চেতনা ও আত্মশুদ্ধির জন্য একত্রিত হয়েছেন। ইজতেমা কমিটির সদস্যরা জানান, এই আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার গুরুত্বপূর্ণ বয়ান ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে হাজারো মুসল্লির অংশগ্রহণ আশা করা হচ্ছে। এবং শনিবার ইজতেমার সমাপনী দিনে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।