ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আলোচনা

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৭৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যখন জোরদার হয়েছে, ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান বিচাপতির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রায় আড়াই ঘণ্টার মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। একাধিক সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন- সে বিষয়েও আলোচনা হয়েছে।
সূত্র জানায়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল বেলা আড়াইটা এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল প্রায় আধাঘণ্টাব্যাপী। সূত্রমতে, প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা রুদ্ধদ্বার এই বৈঠকে অংশ নেন। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীও সুপ্রিম কোর্টে এসেছিলেন। তবে শিক্ষার্থীরা বৈঠকে উপস্থিত ছিলেন না। দুপুর ২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাব ডিজি হারুন-অর-রশিদ ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সঙ্গেও বৈঠক করেন দুই উপদেষ্টা। প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকের পর রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দীনের না থাকার বিষয়টি আরো জোরালো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আলোচনা

আপলোড টাইম : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যখন জোরদার হয়েছে, ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান বিচাপতির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রায় আড়াই ঘণ্টার মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। একাধিক সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন- সে বিষয়েও আলোচনা হয়েছে।
সূত্র জানায়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল বেলা আড়াইটা এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল প্রায় আধাঘণ্টাব্যাপী। সূত্রমতে, প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা রুদ্ধদ্বার এই বৈঠকে অংশ নেন। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীও সুপ্রিম কোর্টে এসেছিলেন। তবে শিক্ষার্থীরা বৈঠকে উপস্থিত ছিলেন না। দুপুর ২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাব ডিজি হারুন-অর-রশিদ ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সঙ্গেও বৈঠক করেন দুই উপদেষ্টা। প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকের পর রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দীনের না থাকার বিষয়টি আরো জোরালো হয়।