ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা থেকে অপহৃত প্রবাসীর লাশ ভেড়ামারায় উদ্ধার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৬৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা থেকে অপহরণ হওয়া মেহেরপুরের প্রবাসী বখতিয়ারের মরদেহ কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বখতিয়ার মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, প্রবাসে অবস্থানকালে বখতিয়ার মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সে দেশে ফিরে আসে। গত ১৯ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসেযোগে সে বাড়ি ফিরছিল। বাসটি গাংনী না যাওয়ায় তাকে চুয়াডাঙ্গার ভালাইপুরে নেমে যেতে হয়। ভালাইপুরে নামার পর থেকে তিনি নিখোঁজ হন।

তিনি জানান, এরই মধ্যে গতকাল কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রবাস থেকে আনা লাগেজ লুট করেছে। এ ঘটনায় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা থেকে অপহৃত প্রবাসীর লাশ ভেড়ামারায় উদ্ধার

আপলোড টাইম : ০৯:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা থেকে অপহরণ হওয়া মেহেরপুরের প্রবাসী বখতিয়ারের মরদেহ কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বখতিয়ার মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, প্রবাসে অবস্থানকালে বখতিয়ার মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সে দেশে ফিরে আসে। গত ১৯ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসেযোগে সে বাড়ি ফিরছিল। বাসটি গাংনী না যাওয়ায় তাকে চুয়াডাঙ্গার ভালাইপুরে নেমে যেতে হয়। ভালাইপুরে নামার পর থেকে তিনি নিখোঁজ হন।

তিনি জানান, এরই মধ্যে গতকাল কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রবাস থেকে আনা লাগেজ লুট করেছে। এ ঘটনায় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে অবগত নন।