ঝিনাইদহে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন ৭২ জন
- আপলোড টাইম : ০৯:৩৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ জেলা জজ আদালত, দায়রা জজ আদালত এবং এর অধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন ৭২ জন আইনজীবী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত রোববার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, জিপি হিসেবে অ্যাডভোকেট মো. মোকাররম হোসেন টুলু নিয়োগ পেয়েছেন ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউট (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. ইশারত হোসেন খোকন। এছাড়া জেলা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে একজন, দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে ৮ জন নিয়োগ পেয়েছেন। জেলা জজ আদালতে সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে ৯ জন এবং দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ৫১ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন।