ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

মেহেরপুরে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

মেহেরপুর সরকারি কলেজের আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সদর থানা-পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

জানা গেছে, শারদীয় দুর্গোৎসবের ছুটি থাকার কারণে মেহেরপুর সরকারি কলেজ বন্ধ ছিল। গতকাল রোববার কলেজ খোলার পর দুপুরের দিকে পাশের আমবাগানের দিক থেকে দুর্গন্ধ পান কলেজের কর্মচারীরা। এসময় বাগানের পেছনের দিকে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মেহেরপুর সরকারি কলেজের ঠিক পেছনের আমবাগানের মাঝখানের একটি আমগাছের নিচে অর্ধউলঙ্গ অবস্থায় লাশটি পড়েছিল। গাছের চারপাশে ঝোপঝাড়। দূর থেকে বোঝার উপায় ছিল না যে, সেখানে কোনো লাশ পড়ে রয়েছে। গাছের একটি ডালের সাথে লাশটির গলায় ফাঁস লাগানো ছিল।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সরকারি কলেজের আমবাগানের একটি আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে কলেজের কর্মচারীরা খবর দিলে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত নয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তা বোঝা যাবে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি। ৪-৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

মেহেরপুর সরকারি কলেজের আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সদর থানা-পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

জানা গেছে, শারদীয় দুর্গোৎসবের ছুটি থাকার কারণে মেহেরপুর সরকারি কলেজ বন্ধ ছিল। গতকাল রোববার কলেজ খোলার পর দুপুরের দিকে পাশের আমবাগানের দিক থেকে দুর্গন্ধ পান কলেজের কর্মচারীরা। এসময় বাগানের পেছনের দিকে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মেহেরপুর সরকারি কলেজের ঠিক পেছনের আমবাগানের মাঝখানের একটি আমগাছের নিচে অর্ধউলঙ্গ অবস্থায় লাশটি পড়েছিল। গাছের চারপাশে ঝোপঝাড়। দূর থেকে বোঝার উপায় ছিল না যে, সেখানে কোনো লাশ পড়ে রয়েছে। গাছের একটি ডালের সাথে লাশটির গলায় ফাঁস লাগানো ছিল।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সরকারি কলেজের আমবাগানের একটি আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে কলেজের কর্মচারীরা খবর দিলে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত নয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তা বোঝা যাবে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি। ৪-৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।