ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন হাফিজুর

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ। প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইউনিয়নের গঠনতন্ত্রের ১৯(২৬) ধারা অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ১ নম্বর সহ-সম্পাদক দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী হাফিজুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। আমরা আশাবাদী গুরুত্বপূর্ণ এই পদটির দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, অর্থ মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস ছাত্তার, কৃষি মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, ডিস্টিলারি জিএম রাজিবুল হক, প্রশাসন মহাব্যবস্থাপক ইউসুফ আলী।

শপথ গ্রহণের পর হাফিজুর রহমান বলেন, ‘আমি যেন সততা ও নিষ্ঠার সাথে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। তিনি আরও বলেন, ‘কেরু প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং মিলের উন্নয়নে কাজ করায় আমার লক্ষ্য থাকবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহসভাপতি মফিজুল ইসলাম, রেজাউল হক, কোষাধ্যক্ষ আবু সাইদ, ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম, লোমান, হারিজুল ইসলাম, ডাবলু লোমান প্রমুখ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আশরাফুল হক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন হাফিজুর

আপলোড টাইম : ০৯:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ। প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইউনিয়নের গঠনতন্ত্রের ১৯(২৬) ধারা অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ১ নম্বর সহ-সম্পাদক দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী হাফিজুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। আমরা আশাবাদী গুরুত্বপূর্ণ এই পদটির দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, অর্থ মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস ছাত্তার, কৃষি মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, ডিস্টিলারি জিএম রাজিবুল হক, প্রশাসন মহাব্যবস্থাপক ইউসুফ আলী।

শপথ গ্রহণের পর হাফিজুর রহমান বলেন, ‘আমি যেন সততা ও নিষ্ঠার সাথে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। তিনি আরও বলেন, ‘কেরু প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং মিলের উন্নয়নে কাজ করায় আমার লক্ষ্য থাকবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহসভাপতি মফিজুল ইসলাম, রেজাউল হক, কোষাধ্যক্ষ আবু সাইদ, ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম, লোমান, হারিজুল ইসলাম, ডাবলু লোমান প্রমুখ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আশরাফুল হক।