স্বৈরাচারের দোসররা নিজেদের খোলস থেকে বের হওয়ার চেষ্টা করছে :রিজভী
- আপলোড টাইম : ০৯:০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই দেশে স্বৈরাচারের দোসররা নানাভাবে নিজেদের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করছে, অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে না পারলে সমাজে, রাষ্ট্রের ভেতরে এরা ভয়ংকর নাশকতা চালাবে। আনসার বিদ্রোহ, পল্লী বিদ্যুত্ বোর্ডের বিদ্যুত্ ব্ল্যাক আউট ইত্যাদি কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরাজিত অগণতান্ত্রিক খুনি সরকারের প্রেতাত্মারা আবারও সেই নিষ্ঠুর হিংসাত্মক স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়।’ গতকাল শনিবার বিকালে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির এই নেতা এসব কথা বলেন। তারেক রহমানের পক্ষ থেকে গুলিস্তানে জুলাই অভ্যুত্থানে আহত কয়েক জন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিত্সার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও রুহুল কবির রিজভী। সুমন, ইব্রাহিম, হূদয় ও বৃষ্টিসহ আন্দোলনে আহত পথশিশুদের সুচিকিত্সার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।