জীবননগরে জামায়াতের গণকর্মী শিক্ষাশিবিরে আমির রুহুল আমিন
ধ্বংস হওয়া দেশটাকে আমরা নতুন করে গড়তে চাই
- আপলোড টাইম : ০২:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর পৌর শাখার উদ্যোগে গণকর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে সুবলপুর জামে মসজিদে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর জামায়াতের আমির হাফেজ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে জামায়াতে সকল জনশক্তির পরিবারে কুরআন—হাদিসের অনুশীলন বাড়াতে হবে। সকল কিছুর ওপরে কুরআনকে গুরুত্ব দিতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মধ্যদিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আগামীর বাংলাদেশ তথা সারা বিশ্ব হবে ইসলামের। এ জন্য জামায়াতে ইসলামীর নেতা—কর্মীদের দেশ পরিচালনায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, মানুষ আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদী, এগুলো কিছু চায় না। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি দেখতে চায় না। দেশের মানুষ আগামীতে ইসলামপন্থীদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। রুহুল আমিন বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে আমাদেও নেতৃবৃন্দের ফাঁসি দিয়েছে। উদ্দেশ্য ছিল যেকোন মূল্যে ক্ষমতায় টিকে থেকে দেশকে ভারতের হাতে তুলে দেয়া। এই স্বৈরাচার এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যে ব্যবস্থায় শতশত বেনজীর তৈরি হয়েছিল।
তিনি বলেন, আওয়ামী লীগের লিডারদের বাড়িতে ২৫ শ কোটি টাকা পাওয়া গেছে। অপর দিকে আমরা জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করার জন্য যোগ্য মানুষ তৈরি করতে চাই। ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আমরা নতুন করে গড়তে চাই। আমরা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে চাই।
জেলা জামায়াতের আমির আরও বলেন, জামায়াতে ইসলামী রাজনীতি করে নিজেদের ভাগ্য বদলের জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, খাল—বিল দখলের জন্য নয়। বরং জামায়াতে ইসলামী রাজনীতি করে জনগণের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেরার জন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা তালিমুল কুরআন বিভাগের পরিচালক মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি জিয়াউল হক, জামায়াতের জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটাি হাফেজ মাওলানা বেলাল হোসেন, মাওলানা সাইদুল হক প্রমুখ। উপস্থাপনা করেন জীবননগর পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল।
এর আগে বিকেলে জীবননগর উপজেলার রায়পুর বাজার হাইস্কুল মাঠে কর্মী সমাবেশে জামায়াতের জেলা আমির রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির আমির হামজার সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, জেলা প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জীবননগর জামায়াতের উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ।