ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

মেহেরপুরে পথসভায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৭৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের আমদহ ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা বন্দর গ্রামে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে বন্দর জামে মসজিদ প্রাঙ্গণে এই পথসভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব রহমান হাবিবের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
মোল্লা তামিম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখতে হবে। জুলাই—আগস্টে ছাত্র—জনতাকে হত্যায় যারা সম্পৃক্ত, তাদের খুব দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে মেহেরপুরের মাটিতে ১৭ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র মহড়া দিয়ে যে ভয়—ভীতি ও ত্রাসের সৃষ্টি করেছিল, ছাত্র—জনতাকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য যারা অস্ত্র প্রদর্শনী করেছিল, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, প্রশাসন তার নিজ গতিতে আইনি কার্যক্রম শুরু করে দিয়েছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সকল ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে আমাদের লক্ষ্য হবে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। যে নির্বাচনের মধ্যদিয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বিশিষ্ট রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারি।
এসময় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা আমদাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক শফিউল আলম বাদল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকা বিল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতা—কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে পথসভায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ

আপলোড টাইম : ০২:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মেহেরপুরের আমদহ ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা বন্দর গ্রামে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে বন্দর জামে মসজিদ প্রাঙ্গণে এই পথসভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব রহমান হাবিবের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
মোল্লা তামিম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখতে হবে। জুলাই—আগস্টে ছাত্র—জনতাকে হত্যায় যারা সম্পৃক্ত, তাদের খুব দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে মেহেরপুরের মাটিতে ১৭ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র মহড়া দিয়ে যে ভয়—ভীতি ও ত্রাসের সৃষ্টি করেছিল, ছাত্র—জনতাকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য যারা অস্ত্র প্রদর্শনী করেছিল, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, প্রশাসন তার নিজ গতিতে আইনি কার্যক্রম শুরু করে দিয়েছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সকল ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে আমাদের লক্ষ্য হবে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। যে নির্বাচনের মধ্যদিয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বিশিষ্ট রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারি।
এসময় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা আমদাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক শফিউল আলম বাদল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকা বিল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতা—কর্মী উপস্থিত ছিলেন।