ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

দামুড়হুদায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

দামুড়হুদা সদর থেকে ১০০ সিসির ডিসকভারি মোটরসাইকেল চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গার মুসলিমপাড়া থেকে চোরসহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দুজন হলেন- দামুড়হুদা চিৎলা গ্রামের আব্বাসের ছেলে যুবরাজ হোসেন (৩০) ও তার মা বিউটি খাতুন (৫০)। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার এক বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দামুড়হুদা সদরের মাস্টার ফার্মেসির মালিক শাহিন বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। পরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এরপরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন মোটরসাইকেলটি চুয়াডাঙ্গার মুসলিম পাড়ার যুবরাজের বাড়ি আছে। এমন সংবাদ পেয়ে দামুড়হুদা  মডেল থানার এসআই শফিউল ইসলাম অভিযান চালিয়ে যুবরাজের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন। পরে যুবরাজ ও তার মা বিউটিকে আটক করেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার শাহিন বাদী হয়ে একটি মামলা করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক

আপলোড টাইম : ০৯:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদা সদর থেকে ১০০ সিসির ডিসকভারি মোটরসাইকেল চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গার মুসলিমপাড়া থেকে চোরসহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দুজন হলেন- দামুড়হুদা চিৎলা গ্রামের আব্বাসের ছেলে যুবরাজ হোসেন (৩০) ও তার মা বিউটি খাতুন (৫০)। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার এক বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দামুড়হুদা সদরের মাস্টার ফার্মেসির মালিক শাহিন বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। পরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এরপরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন মোটরসাইকেলটি চুয়াডাঙ্গার মুসলিম পাড়ার যুবরাজের বাড়ি আছে। এমন সংবাদ পেয়ে দামুড়হুদা  মডেল থানার এসআই শফিউল ইসলাম অভিযান চালিয়ে যুবরাজের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন। পরে যুবরাজ ও তার মা বিউটিকে আটক করেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার শাহিন বাদী হয়ে একটি মামলা করেছেন।