ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গা থানায় ওসি মাসুদুর রহমানের যোগদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ১০:২০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাসুদুর রহমান। গতকাল বুধবার বিকেলে তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, গত মঙ্গলবার জারিকৃত এক আদেশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স থেকে তাকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর পরিদর্শক শেখ গণি মিয়া আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরের ৭ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক আদেশে প্রশাসনিক কারণে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। গতকাল বিকেলে ওসি শেখ গণি মিয়া থানার দায়িত্ব নবনিযুক্ত ওসি মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করেন।
নবাগত ওসি মাসুদুর রহমান তাঁর দায়িত্ব গ্রহণকালে বলেন, ‘আলমডাঙ্গা থানা আমার পরিচিত স্থান। এর আগে আমি এই থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছি। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।’ এসময় তিনি ওসি (তদন্ত), ওসি (অপারেশনসহ) থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে সমন্বিতভাবে কাজ করে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গা থানায় ওসি মাসুদুর রহমানের যোগদান

আপলোড টাইম : ১০:২০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাসুদুর রহমান। গতকাল বুধবার বিকেলে তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, গত মঙ্গলবার জারিকৃত এক আদেশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স থেকে তাকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর পরিদর্শক শেখ গণি মিয়া আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরের ৭ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক আদেশে প্রশাসনিক কারণে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। গতকাল বিকেলে ওসি শেখ গণি মিয়া থানার দায়িত্ব নবনিযুক্ত ওসি মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করেন।
নবাগত ওসি মাসুদুর রহমান তাঁর দায়িত্ব গ্রহণকালে বলেন, ‘আলমডাঙ্গা থানা আমার পরিচিত স্থান। এর আগে আমি এই থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছি। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।’ এসময় তিনি ওসি (তদন্ত), ওসি (অপারেশনসহ) থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে সমন্বিতভাবে কাজ করে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।