আলমডাঙ্গায় মিল চাতাল মালিক সমিতির কমিটি গঠন
- আপলোড টাইম : ০৯:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৪৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা মিল চাতাল মালিক সমিতির তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির হলরুমে এই কমিটি গঠন করা হয়। এই উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন সিরাজ অ্যাগ্রো মিলের স্বত্ত্বাধিকারী মনিরুজ্জামান পিণ্টু মিয়া। আলোচনা সভায় বক্তব্য দেন মিল চাতাল মালিক জয়নাল ক্যাপ, রফিকুল ইসলাম, শওকত আলী, নজরুল ইসলাম, এনামুল হক, অশোক সাহা, শহর আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মিল চাতাল মালিক রফিকুল ইসলামকে সভাপতি ও তোফাজ্জেল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল ক্যাপ, কোষাধ্যক্ষ এনামুল হক, নির্বাহী সদস্য বিপুল সাহা, কাজেম আলী, আব্বাস আলী দায়িত্বে পেয়েছেন।
প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান মিয়া, অন্য উপদেষ্টারা হলেন মোজাম্মেল হক, অশোক সাহা, শহর আলী, ইব্রাহিম পরামানিক। সভায় উপস্থিত ছিলেন মিলচাতাল মালিক আবুল বাসার মল্লিক, হাসিবুল ইসলাম, শুকুর আলী, আব্দুল কুদ্দুস, মাহাবুল কাউনাইন, শ্রী ছমির বাবু, শিব নারায়ণ ভৌতিকা, গৌতম কুমার, উম্বাদ আলী, সেকেন্দার আলী, আনিসুজ্জামান, লিজন হেলাল, হারুনার রশিদ, মাহাবুব হাসান পাপ্পু প্রমুখ।