ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দামুড়হুদায় বাইসাইকেল পেল ১৭১ শিক্ষার্থী

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ৮৬ বার পড়া হয়েছে

দামুড়হুদায় ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়রত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এই বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও স্কুলে যাওয়ার উৎসাহ বাড়ানোর জন্য বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। যানজট এড়িয়ে সঠিক সময়ে স্কুল যাওয়া আরও সহজ হবে। স্কুলে যাওয়া আসার ভাড়া সাশ্রয় হবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ। জানা যায়, ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ প্রকল্পের আওতায় দামুড়হুদা উপজেলায় ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ১৭১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় বাইসাইকেল পেল ১৭১ শিক্ষার্থী

আপলোড টাইম : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়রত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এই বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও স্কুলে যাওয়ার উৎসাহ বাড়ানোর জন্য বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। যানজট এড়িয়ে সঠিক সময়ে স্কুল যাওয়া আরও সহজ হবে। স্কুলে যাওয়া আসার ভাড়া সাশ্রয় হবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ। জানা যায়, ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ প্রকল্পের আওতায় দামুড়হুদা উপজেলায় ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ১৭১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।