আলমডাঙ্গা পৌর ওয়ার্ড মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন
নুরজাহান সভাপতি ও মুসলিমা সম্পাদক
- আপলোড টাইম : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা পৌর শাখার ৮ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মন্ডলপাড়ায় এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নুরজাহান খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক জিনিয়া পারভিন। মুসলিমা খাতুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নান্নু, সিনিয়র সহসভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আজম আলী, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, যুগ্ম আহ্বায়ক ওহিয়াদুজ্জামান শুভ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক রিপন আলী প্রমুখ।
দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা পৌর শাখার ৮ নম্বর ওয়ার্ডে নুরজাহান খাতুন সভাপতি, মুসলিমা খাতুন সাধারণ সম্পাদক, রিনা খাতুন সিনিয়র সহসভাপতি, আন্নারা খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক ও ডালিয়া খাতুন সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।