দামুড়হুদায় ভগিরথপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১১৪ বার পড়া হয়েছে
দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের ভগিরথপুর স্কুলমাঠে হাজী ইজের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে ভগিরাতপুর চক্রবাক সংঘের আয়োজনে দামুড়হুদা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ভগিরথপুর চক্রবাক সংঘের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মেম্বার, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন প্রমুখ।
উদ্বোধনী ফুটবল খেলায় লক্ষ্মীপুর একাদশ বনাম মেহেরপুরের পিরোজপুর একাদশ অংশগ্রহণ করে। খেলায় ২-১ গোলে লক্ষ্মীপুর একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন (রেফারি) হাফিজুর রহমান ও তার দুজন সহযোগী।