দামুড়হুদার হোগলডাঙ্গা মরাগাং জলকারে মাছের পোনা অবমুক্ত
- আপলোড টাইম : ০৯:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
দামুড়হুদার হোগলডাঙ্গার মরাগাং জলকারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে নতিপোতা হেমায়েতপুর হোগলডাঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে এই মাছের পোনা অবমুক্ত করা হয়। নতিপোতা হেমায়েতপুর হোগলডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো রফিকুল হাসান তনু মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনছার আলী, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বাবুল, উপজেলা যুবদল নেতা শামসুজ্জোহা পলাশ, সামসুল, সজল, আমিনুল ইসলাম রশিদ, ইমতিয়াজ হোসেন, আজগার আলী, তিতুয়ার, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন নতিপোতা হেমায়েতপুর হোগলডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিয়া।