ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

দামুড়হুদায় দিন-দুপুরে তালাবদ্ধ ইজিবাইক চুরি

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ৪৬ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ড কাঁচা বাজারের সামনে থেকে সুকৌশলে একটি ইজিবাইক চুরি হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসস্ট্যান্ডের কাঁচা বাজারের সামনে মেইন রাস্তার পাশ থেকে তালাবদ্ধ অবস্থায় রাখা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক রমজান আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে রমজান আলী প্রতিদিনের মতো ভাড়া মেরে দামুড়হুদা বাজারে আসেন। পরে কাঁচা বাজারে কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে ইজিবাইকটি তালাবদ্ধ করে বাজারে যান। বাজার শেষ করে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও ইজিবাইকটির কোনো হদিস পাওয়া যায়নি।

রমজান আলী বলেন, ‘আমি খুব গরিব মানুষ। বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে এক লাখ ৫০ হাজার টাকা দিয়ে এই ইজিবাইকটি কিনেছিলাম। আমার শেষ সম্বল এই ইজিবাইকটি চুরি হয়ে গেল। প্রশাসনের কাছে দাবি জানাই, যেভাবেই হোক ইজিবাইকটি উদ্ধার করা হোক। তা নাহলে ঋণ পরিশোধ ও আমার সংসার চালানো কঠিন হবে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় দিন-দুপুরে তালাবদ্ধ ইজিবাইক চুরি

আপলোড টাইম : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ড কাঁচা বাজারের সামনে থেকে সুকৌশলে একটি ইজিবাইক চুরি হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসস্ট্যান্ডের কাঁচা বাজারের সামনে মেইন রাস্তার পাশ থেকে তালাবদ্ধ অবস্থায় রাখা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক রমজান আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে রমজান আলী প্রতিদিনের মতো ভাড়া মেরে দামুড়হুদা বাজারে আসেন। পরে কাঁচা বাজারে কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে ইজিবাইকটি তালাবদ্ধ করে বাজারে যান। বাজার শেষ করে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও ইজিবাইকটির কোনো হদিস পাওয়া যায়নি।

রমজান আলী বলেন, ‘আমি খুব গরিব মানুষ। বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে এক লাখ ৫০ হাজার টাকা দিয়ে এই ইজিবাইকটি কিনেছিলাম। আমার শেষ সম্বল এই ইজিবাইকটি চুরি হয়ে গেল। প্রশাসনের কাছে দাবি জানাই, যেভাবেই হোক ইজিবাইকটি উদ্ধার করা হোক। তা নাহলে ঋণ পরিশোধ ও আমার সংসার চালানো কঠিন হবে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’