ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ পলিথিন উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ৭৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতিষ্ঠানে জরিমানা ও আরো একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর একটি টিম জরিমানা ও অবৈধ পলিথিনগুলো উদ্ধার করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ রবিবার জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং এর আওতায় উপজেলা প্রশাসন বড় বাজার ও কাঁচা বাজারে অভিযান চালায়। অভিযানে নিচের বাজারের বিপুল স্টোর নামে এক দোকানে মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমান পণ্য পাওয়া যায়। দোকানটির মালিক বিপুল জোয়ার্দ্দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজারের বিভিন্ন দোকানদারকে সতর্ক করে ভ্রাম্যমান আদালত। অপরদিকে একটি বন্ধ দোকানের সার্টার উচু করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ দেখেন ভিতরে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন মজুদ করে রাখা আছে। তাৎক্ষণিকভাবে পলিথিনগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত তাদের হেফাজতে নেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ জানান, ‘আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং করছি। আজ একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় সেই দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর একজন ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন বিক্রি করছিলেন। তাৎক্ষণিকভাবে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। উর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আমরা নিয়মিত বাজার মনিটরিং অব্যহত রাখবো।’

অভিযানে সহযোগীতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাজেদুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ পলিথিন উদ্ধার

আপলোড টাইম : ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতিষ্ঠানে জরিমানা ও আরো একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর একটি টিম জরিমানা ও অবৈধ পলিথিনগুলো উদ্ধার করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ রবিবার জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং এর আওতায় উপজেলা প্রশাসন বড় বাজার ও কাঁচা বাজারে অভিযান চালায়। অভিযানে নিচের বাজারের বিপুল স্টোর নামে এক দোকানে মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমান পণ্য পাওয়া যায়। দোকানটির মালিক বিপুল জোয়ার্দ্দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজারের বিভিন্ন দোকানদারকে সতর্ক করে ভ্রাম্যমান আদালত। অপরদিকে একটি বন্ধ দোকানের সার্টার উচু করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ দেখেন ভিতরে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন মজুদ করে রাখা আছে। তাৎক্ষণিকভাবে পলিথিনগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত তাদের হেফাজতে নেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ জানান, ‘আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং করছি। আজ একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় সেই দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর একজন ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন বিক্রি করছিলেন। তাৎক্ষণিকভাবে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। উর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আমরা নিয়মিত বাজার মনিটরিং অব্যহত রাখবো।’

অভিযানে সহযোগীতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাজেদুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।