আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে ক্যারিয়ার বিষয়ক আলোচনা
- আপলোড টাইম : ১০:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় বুনিয়াদ ছাত্র সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা বণিক সমিতির ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্যারিয়ার নির্বাচন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ওপর পরামর্শমূলক আলোচনা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাওহিদুজ্জামান এবং রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আল মাসুদ আব্দুল্লাহ। ক্যারিয়ার ভাবনা ও নৈতিক জীবন গঠনের ওপর মূল্যবান বক্তব্য দেন বিশিষ্ট লেখক ড. মো. হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, কাজল আহমেদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. বেলায়েত হোসেন বিপু, মো. মাহফুজ হোসেন, মো. সংগ্রাম মিয়া, মো. সাফিদ মাফি, মো. সিয়াম রহমান, মো. রাজু আহমেদ, মো. ইফতেখার হোসাইন মাহের, আফনাব আহমাদ নাহিয়ান, সাব্বির আহমেদ, মো. সাবিক।