পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো আলমডাঙ্গার সৌরবের
- আপলোড টাইম : ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
পূজার ছুটিতে আর বাড়ি ফেরা হলো না আলমডাঙ্গার সোনাপট্টির সৌরব কুমার পাল শুভর (২৯)। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাজশাহীর হরিপুরে গত শুক্রবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। সৌরব পাল শুভ আলমডাঙ্গার সোনাপট্টির ধীরেন্দ্র নাথ পালের ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, সৌরব কুমার পাল চাপাইনগরের কানসার্টে পল্লী বিদ্যুতের মিটার রিডারের চাকরি করেন। পূজার ছুটি পেয়ে পরিবারের সাথে উৎসব পালনের জন্য গত শুক্রবার সকালের দিকে মোটরসাইকেল যোগে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি রাজশাহীর হরিপুর এলাকায় পেঁৗঁছালে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে তার স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আলমডাঙ্গায় নিয়ে আসেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। তাদের পরিবারে উৎসবের আমেজ ফিকে হয়ে শোকের ছায়া নেমে আসে।