ছোটশলুয়ায় যুবদলের সাধারণ সম্পাদক ঝণ্টুর সুস্থতা কামনায় দোয়া
- আপলোড টাইম : ১০:১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় তিতুদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান শামিমের সভাপতিত্বে সাইফুর রশিদ ঝণ্টুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদ রানা।বিশেষ অতিথি ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দসহ ওয়ার্ড নেতা হাফিজুল ইসলাম, সামসদ্দিন, শামসুল হক, মজনু মিয়া, হাসেম মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল উদ্দীন, ইউনিয়ন যুবদল নেতা শাহিন মিয়া, অন্তর হোসেন, রিপন ১, রিপন ২, সোহেল রানা, আলি আকবর, ওয়াড যুবদল নেতা সাকিল হোসেন, আজাবুল ইসলাম, রাসেদুল ইসলাম রাসেদ,ডা. নাসিম, জসিম,আরিফ হোসেন, বিপ্লব মিয়া, উজ্জল বিস্বাস, আনিস, জীবন মিয়া সাগর, মোহাম্মাদ আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন ছোটশলুয়া কুমিল্লা পাড়া জামে মসজিদের পেশ ইমাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা আলমগীর হোসেন।