চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান
- আপলোড টাইম : ০৯:২৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। গতকাল শনিবার দুই জেলার বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা পৃথকভাবে মণ্ডপ পরিদর্শন করেন। যা সামাজিক সমন্বয় ও ধর্মীয় সম্প্রীতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা গতকাল রাতে ইউনিয়নের ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিএনপির সভাপতি মহব্বত আলী বলেন, ‘যাদের ধর্ম, তারাই পালন করবে। ধর্ম নিয়ে কোনো বাঁধা সৃষ্টি করলে বিএনপি তা প্রতিহত করবে।’ এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবিউল হক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হক, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি নাসির হোসেন প্রমুখ।
এদিকে, দামুড়হুদার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান বাচ্চু। গতকাল সন্ধ্যায় তিনি শ্রী শ্রী মাতৃ দুর্গা মন্দির, দাসপাড়া পূজা মণ্ডপ ও চিৎলা শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান দেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো ধর্মীয় সংখ্যালঘু নেই, আমাদের পরিচয় বাংলাদেশি।’ পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমান, খোকন আলী, জিল্লুর রহমান, সাদিক আলী, খোরশেদ প্রমুখ।
অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা এনামুল হক শাহ মুকুল দর্শনা পৌর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। গতকাল রাত ৮টায় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে কেরুজ পূজা মন্দিরে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যায় রামনগর আদিবাসী পাড়া ও দাসপাড়া পূজা মন্দিরেও তিনি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন, দর্শনা পৌর মৎস্য দলের সভাপতি নজির আমিন, সাধারণ সম্পাদক শাহীন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, সাবেক কাউন্সিলর মীর হোসেন প্রমুখ।
এছাড়া, মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের নবমী ও দশমীতে মুজিবনগর উপজেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস। পরিদর্শনকালে জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ সকলের সুখ-শান্তি কামনা করেন। তিনি বলেন, ‘দুর্গোৎসবের মাধ্যমে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক।’
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জাসাসের সভাপতি তৌফিক সম্পাদক এস এম মকিদ, মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি জুলফিকার আলি হেলাল, যুগ্ম সম্পাদক শাহীন আলম ফটিক, জাসাস নেতা বাদল, মকসেদ, কালাম, টুটুল প্রমুখ।