জীবননগরে ৪ দিন ধরে স্কুল শিক্ষক নিখোঁজ
সন্ধান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, থানায় জিডি
- আপলোড টাইম : ০৬:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৪২ বার পড়া হয়েছে
জীবননগর পৌর কিন্ডার গার্টেনের শিক্ষক সুজন হোসেন (৩১) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান পেতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজ শিক্ষক সুজন হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় তার বড় ভাই জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সুজনের বড় ভাই বলেন, সুজন হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে জীবননগর শহরে থাকেন। আর গোপালনগরে ৯ বছর ধরে বাসা ভাড়া করে থাকেন। সুজন জীবননগর পৌর কিন্ডারগার্টেন শিক্ষকতার পাশাপাশি টিউশনি করান। আর ছাত্রদের নিয়ে মাঝে মাঝে খেলাধুলা করতেন। হঠাৎ শুনি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্কুলের শিক্ষকরা তাকে খুঁজে না পেয়ে গ্রামের বাসায় আসেন। তারপর জানতে পারি সুজন নিখোঁজ রয়েছেন। পরিবারের সবাই খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছি না।
সুজনের ভাগ্নে রানা বলেন, গত ৬ অক্টোবর বিকেলে স্কুল থেকে মামা বাসায় ফেরেন। পরে রাইস কুকারে ভাত রান্নায় বসিয়েছিলেন। ঘরের ভেতরে তার একটি নষ্ট ও একটি সচল মোবাইল চার্জে পাওয়া যায়, তবে মোবাইল দুটোর একটাও সিম ছিল না। পরিচিত সকলের মাধ্যমে খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। গত বুধবার সকালে একজন মোবাইলে কল করে জানান, তাকে ঢাকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। আমরা গাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে তিনি আবার ফোন দিয়ে রক্তের গ্রুপ জেনে নিলেন, কিছুক্ষণ পর জরুরি চিকিৎসা বাবদ টাকা দাবি করেন বিষয়টি পুলিশকে জানানোর পর থেকে তাদের মোবাইল বন্ধ পাচ্ছি।
জীবননগর পৌর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, গত সোমবার সকালে তিনি স্কুলে যাননি। মঙ্গলবারও না গেলে স্কুলের শিক্ষকরা তার মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু বন্ধ পান। শিক্ষকরা তখন সুজনের গ্রামের বাসায় যেয়ে বিষয়টা জানান। ৪ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মোতালেব, প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ রানা প্রমুখ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এই ঘটনায় নিখোঁজের বড় ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা সকল থানায় বিষয়টি জানিয়ে দিয়েছি। আশা করি, খুবই দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।